Header Ads

Header ADS

কেউ ছিলো না



আমার জন্য কেউ ছিলো না

তপ্ত দুপুরে, শুভ্র বিকেলে 

অলস সন্ধ্যায়, রাতের আঁধারে। 


আমার জন্য কেউ ছিলো না

বর্ষার ঝুম বৃষ্টিতে, ভালবাসা নিয়ে দৃষ্টিতে 

শীতের চাদরের উষ্ণতা জড়িয়ে

পাতাঝরা ফাল্গুনে দুটো হাত বাড়িয়ে।


আমার জন্য কেউ ছিলো না

আনন্দ বেদনার কোন কাব্যকথায় 

চাওয়া পাওয়ার হতাশায়, 

স্নেহ মমতায় ভালবাসায়।


অদ্ভুত এক অসীম শূন্যতায়

হেঁটে চলি আমি একাকি পথে

যে পথের শেষে, আশার প্রদীপ জ্বেলে 

আমার জন্য নেই কেউ দাঁড়িয়ে। 

আমার জন্য কেউ ছিলো না

নেই কেউ, রইবে না আগত দিনে

শুধু রয়ে যাবে আমার এই একাকীত্ব

আর আমি, ডুবে এক সাগর কষ্টের নীলে।

No comments

Powered by Blogger.