Header Ads

Header ADS

চলে গেলে কিছু না বলে

 যে পথ ধরে তুমি

গেলে হারিয়ে 

সে পথের ধারে আমি

ছিলাম দাঁড়িয়ে।।

ভগ্ন এ হৃদয় নিয়ে

হাত বাড়িয়ে 

একবারও দেখলে না তুমি 

পেছন তাকিয়ে


মিছে কি ছিলো তবে

সেই প্রেম ভাবনা

মরিচিকার মত সব

অলীক কল্পনা


এ কেমন যাতনা

প্রাণে সহে না

চলে গেলে দূরে তুমি

কিছুই বললে না

এ কেমন যাতনা

প্রাণে সহে না



No comments

Powered by Blogger.