Header Ads

Header ADS

1XBET, Surf Excel আর একজন বেয়াদব Shakib Al Hasan সমাচার।

 

বাংলাদেশের ক্রিকেট জোয়ার এখন তুঙ্গে, ইংল্যান্ড এর সাথে প্রথম দুটি ওয়ানডে হেরে তৃতীয় ওয়ানডে থেকে জয়ের ধারা চলছে, আজ আয়ারল্যান্ডকে রেকর্ড ১৮৩ রানের ব্যবধানে হারিয়ে জয়রথ এগিয়ে চলেছে যে জয়রথে সাফল্যে আছেন অনেকের চক্ষুশূল বেয়াদব সাকিব আল হাসান। সম্প্রতি স্বর্ণ'র দোকান উদ্বোধন কান্ডে অনলাইন অফলাইন তোলপাড়। টিভি চ্যানেলে সংবাদ থেকে টক শো, খেলা শুরুর আগে প্রচারিত প্রিম্যাচ এনালাইসিস... সবখানে এই আলোচনা দেখলাম। আসামী দুবাইয়ে, আরও অনেক সেলিব্রেটি গেল সেখানে সেদিকে খেয়াল নাই, সব দোষ সাকিব্বাআআআআরররর... "যত দোষ, নন্দ ঘোষ" ছোটবেলায় খুব শুনতাম; তখন খালি ভাবতাম এই নন্দঘোষটা কে? এখন আইস্যা বুঝা গেল, সে ব্যাটা তখন মাত্র জন্মাইছে... 😜

১৪ তারিখ ইংল্যান্ডের সাথে খেলা শেষ হলো, ১৫ তারিখ সাকিব গেলেন মাগুরা, সেটা নিয়ে টিভিতে নিউজ! সাকিব কে অনুমতি নিয়ে গিয়েছেন? তিনি তার জমি বিক্রয় সংক্রান্ত কাজে ঝটিকা এই সফর করেন, সাথে ছিলেন তাসকিন আর শান্ত। এটুকু বুঝা উচিত টিভি রিপোর্টার আর এডিটরের; দলের তিনজন খেলোয়াড় বিনা অনুমতিতে নিশ্চয়ই এতদূর যায় নাই। মজার পর্ব পরের দিন হলো, সাকিব বাই উড়াল দিলেন দুবাই!!! ভাভাগো, ভাভা!!! তাও এক দাগী আসামীর দোকান উদ্বোধনে! দেশ পুরা তোলপাড়... কিন্তু "মাহি ও মাহি..." সেই গল্পে পানি ঢেলে আলোচনার কুপ্পি নিজের দিকে টেনে নিলেন। কিন্তু সাকিব বাই কি আর ছাড়ে। একদিন পরেই আজকে ৯৩ রান করে আউট হয়ে গেলেন, বোলিং এ নিলেন এক উইকেট। ম্যান অব দ্যা ম্যাচ হওয়ার কথা তারই, কিন্তু তৌহিদ হৃদয় এর ডেব্যু ইনিংস বিবেচনা ৯২ রান করা এই ব্যাটসম্যান হয়েছেন ম্যান অব দ্যা ম্যাচ। আর যায় কই, অনেক হাম্বাদিক গবেষণা করা শুরু করে দিয়েছেন, সাকিবের দুবাই যাওয়া ভালো চোখে দেখছে না ক্রিকেট বোর্ড আর আইসিসি; তাই তাকে ম্যান অব দ্যা ম্যাচ দেয় নাই। 😂

আশায় আছি কাল দেখবো, শুনবো বা পড়বো, "নিষিদ্ধ হতে যাচ্ছেন সাকিব"  😮 

তো শিরোনামে ফিরে যাই, খেলার চ্যানেল T Sports এর মাধ্যমে বিজ্ঞাপন দেখে আমার সদ্য কলেজে ওঠা এক কাজিন জানতে চাইলো ভাইয়া 1XBET এ খেলার সিস্টেমটা কি আপনে জানেন? আমার মাথা দিলো চক্কর, এই 1XBET এর বিজ্ঞাপন দেশে কিভাবে চলছে? যে দেশে সামুর দুই চারটা বলদ ব্লগার এর পোস্টের ছবির জেরে "পর্ণগ্রাফি সাইট" হিসেবে বিবেচিত হয়; অনলাইনে একটু কিছু বাড়াবাড়ি হলেই "আমি দেখুম চা" আইনে হয় মামলা, সেখানে একটা জুয়ার সাইট এর বিজ্ঞাপন দেশের মেইস্ট্রিম মিডিয়ায় কিভাবে প্রচারিত হচ্ছে? ক্যাসিনো কেলেংকারির পর জানতে পারছিলাম ঢাকা শহরে এত্ত এত্ত ক্যাসিনো ছিলো। কিন্তু এই 1XBET তো ঘরে ঘরে ডাক দিচ্ছে পোলাপানেরে, যে দেশে মুদি দোকানে দোকানে ক্রিকেট খেলা নিয়ে জুয়া হয়, সেখানে 1XBET মেইনস্ট্রিমে বিজ্ঞাপন দিয়ে জুয়ার আসরে ডাকছে সবাইকে। 

শেষে আসি, সাকিব খেলোয়াড় হিসেবে আমার খুবই প্রিয়, কিন্তু ব্যক্তি সাকিব আল হাসান'কে আমি এক্কেবারেই পছন্দ করি না। কারনটা অনেকেরই অজানা। সাকিবের যখন ডেব্যু হয়েছিলো তখন ভারতের বিতর্কিত লীগ আইসিএল খেলতে বাংলাদেশের অনেক ক্রিকেটার গিয়েছিলেন যারা আজীবনের জন্য নিষিদ্ধ হয়েছিলেন। সেই দলে ছিলেন তখন টপ ফর্মে থাকা অলক কাপালি, আফতাব আহমেদ, শাহরিয়ার নাফিস এর মত তারকা খেলোয়াড়েরা। বেয়াদব সাকিব তখন এক ইন্টারভিউ এ বলেছিলেন (যত সম্ভব প্রথম আলো'তেই পড়েছিলাম নিউজটা), "যারা তাদের ক্যারিয়ার নিয়ে আর আশাবাদী না তারাই আইসিএল খেলতে গেছেন"। মজার ব্যাপার তখন তিনি মাত্র চারটি ওয়ানডে খেলেছেন। সেই কথার পর ব্যক্তি সাকিব আল হাসান'কে আমার বুঝা শেষ। কিন্তু ব্যক্তি সাকিব আল হাসান আমার দরকার নাই, দরকার খেলোয়াড় সাকিব আল হাসান; যেখানে তিনি আমার এক নম্বর পছন্দ। আগামী কত বছর পর বাংলাদেশ পরের কথা বিশ্ব ক্রিকেট সাকিবের মত অলরাউন্ডার পাবে তা ভাবার বিষয়। আজকেই জয়সুরিয়া আর আফ্রিদির পর সাকিব ওয়ান ডে'তে সাত হাজার রান আর তিনশত ইউকেট পাওয়া তৃতীয় খেলোয়াড় হিসেবে নাম লিখিয়েছেন। উইকেটে দুজনকেই ছাড়িয়ে যাবেন, হয়তো রানে জয়সুরিয়াকে ধরতে পারবেন না। আর পারবেনই বা কিভাবে, পাঁচ নাম্বারে নেমে সোয়া দুইশ ম্যাচে সাত হাজার করেছেন, অন্য দুইজন ছিলেন ওপেনার, এটা মনে রাখতে হবে। 

তাই, Surf Excel এর বিজ্ঞাপনের ভাষায় বলতে চাই, "দাগ থেকে ভালো কিছু যদি হয়, দাগই ভালো"। মানে বুঝে আসছে? "বেয়াদব যদি এমন খেলা খেলে তাহলে একটা বেয়াদব একাদশই ভালো"। এই দর্শকরাই গাইতো, 

"বাংলার জান, বাংলার প্রাণ, সাকিব আল হাসান"
ঠিক কি না ভাইজান?
এখন ক্যান এত্ত প্যাচান?

শুভরাত্রী। 


No comments

Powered by Blogger.