Header Ads

Header ADS

তোমার আমার ভালবাসা



আকাশ যখন মেঘলা ছিল
শীতল ছিল বায়ু,
ক্ষীণ ছিল তোমার আমার
ভালবাসার আয়ু।

ক্ষণে ক্ষণে জমলো যবে
কালো মেঘের দল,
যেমনি করে ছিল মোদের
চক্ষু টলমল।

ক্ষণে ক্ষণে বাড়লো বেলা
আকাশ নিকষ কালো,
এক লহমার ছোট্ট ভুলে 
সর্বনাশা ঝড় এলো।

সাঁঝবাতিটা নিভে গেলে
দুয়ার নিকষ কালো,
মনের বাগান শূন্য করে
সন্ধ্যা প্রদীপ জ্বালো?
 
বৃষ্টি হয়ে ঝড়লো যবে
দুঃখ মেঘের দল,
হাজার বছর জমে থাকা
বেদনার অশ্রু জল?

শেষ ফোঁটাটা ঝরিয়ে কভু
শুকোয় যদি আঁখি,
জেনো সেদিন যাবে নিভে
মিথ্যে সাঁঝবাতি।

রচনাকালঃ ০২ সেপ্টেম্বর, ২০১৪

No comments

Powered by Blogger.