Header Ads

Header ADS

ক্ষণজন্মা ভালোবাসা'র কাব্য



আঁকাশ যখন মেঘলা ছিল

শীতল ছিল বায়ু,

ক্ষীন ছিল তোমার আমার

ভালবাসার আয়ু।


ক্ষণে ক্ষণে জমলো যবে

কালো মেঘের দল,

যেমনি করে ছিল মোদের

চক্ষু টলমল।


ক্ষনে ক্ষনে বাড়লো বেলা

আকাশ নিকষ কালো,

এক লহমার গাফলতিতে

সর্বনাশা ঝড় এলো।


ঝাড় বাতি সব নিভিয়ে তুমি

করলে দুয়ার নিকষ কালো,

মনের বাগান শুন্য করে তাই

আজি সন্ধ্যা প্রদীপ জ্বালো।


বৃষ্টি হয়ে ঝড়লো যবে

দুঃখ মেঘের দল,

সে যে হাজার বছর জমে থাকা

বেদনার অশ্রু জল।


শেষ ফোঁটাটি ঝরিয়ে কভু

শুকোয় যদি আঁখি,

যেনো সেদিন যাবে নিভে

এই মিথ্যে প্রদীপ বাতি।


No comments

Powered by Blogger.