খুঁজে বেড়াই নিজেকে
আপনাকে আমি হারায়ে খুঁজি
জীবনের প্রতিটি গলি পথে,
শৈশবের নিস্পাপ সময়ের স্রোতে।
অথবা দুরন্ত কৈশোরের
সুতো কাটা ঘুড়ির ন্যায়
বাঁধাহীন উড়ে চলাতে।
কোথায় হারিয়েছি নিজের
অজান্তে
নিজেকে আমি আপনার হতে,
স্বর্ণালী সেই সময়ে ।
ঝাপসা চোখে আজ খুঁজে
ফিরি প্রতিট দ্বাড়ে,
বর্ণিল সেই হারানো আমাকে।
তারুন্যের উন্মাতাল ঢেউয়ের
ফেনায়িত নোনা ভাঁজে,
অথবা মাতাল যৌবনের
লাগামহীন বেপরোয়া রাজে।
জীবনের প্রতিটি কুঠুরীতে
প্রতিটি উঠোনে,
প্রতিটি মজা পুকুর
অথবা প্রতিটি বাগানে।
পাগলের মত খুঁজেছি আমি
আমার নিজের সে আমাকে,
কোথাও আজ নেইকো আমি
বেঁচে থাকা এই আমাতে।
কখন, কবে হারিয়ে নিজেকে
নিঃস্ব শুন্য হয়ে আছি দাঁড়িয়ে
বুঝতে পারিনি,
পারিনি জানতে
আমার মাঝে হতে কবে আমি
গেছি হারিয়ে!
No comments