Header Ads

Header ADS

সাঁঝবেলার কবিতা




সন্ধ্যা প্রদীপ জ্বেলে,

কাল সাঝ বেলা

যবে সাগরের বুকে, 

টুপ করে দিল ডুব

বেলা শেষের রবি।

লিখিনি আমি 

কোন ভুলে ভরা 

অসময়ের কবিতা

হয়ে কোন কবি।

আমার জীবনে তুমি

নিতান্ত অবহেলে

জ্বেলেছ সন্ধ্যা প্রদীপ

নাহয় আজ শুধু

এতটুকু ভাবি।

No comments

Powered by Blogger.