নিজের জীবন নিজে বাচাই...
৫মিনিটের পরিসংখ্যান...
স্থানঃ সোনারগা মোড় ,কাওরানবাজার।
সময়ঃ দুপুর ১২:৫৬ থেকে ১:০১
তারিখঃ ০৭ আগস্ট, ২০১৮
সময়ঃ দুপুর ১২:৫৬ থেকে ১:০১
তারিখঃ ০৭ আগস্ট, ২০১৮
- সিগন্যাল ছাড়া অবস্থায় রাস্তা পার হয়েছেন ৪৩ জন
- গাড়ি স্লো থাকা অবস্থায় ১২ জন
- গাড়ি খুব স্পিডে থাকা অবস্থায় হাত উচিয়ে ৫জন, এর মধ্যে ২জন মহিলা বাচ্চা সহ
- বাকি সকলে পার হয়েছেন সিগনাল ছাড়ার হাফ সেকেন্ড এর মধ্যে, যখন ড্রাইভারের পক্ষে গাড়ী ব্রেক বা কন্ট্রোল করা কঠিন।
- ৩জন পার হয়েছেন মোবাইল কানে নিয়ে, এদের মধ্যে একজন'কে প্রশ্ন করাতে বলেছেন, "নিজের কাজ করেন"!!
- ৪৩ জন এর মধ্যে পোশাক বিচারে তিন জন খেটে খাওয়া ছাড়া সবাই পরিপাটি জামা কাপড় পরিহিত শিক্ষিত জনগণ, ৪জন ইউনিফরম পরিহিত স্টুডেন্ট
- "নির্দিষ্ট বাস স্টপেজ ছাড়া বাসে উঠবো না, বাস স্টপেজ ছাড়া বাস হতে নামবো না। বাস স্টপেজ যত দূরেই হোক না কেন।"
- "সিগন্যাল ওপেন থাকা অবস্থায় দৌড়ে/হাত দেখিয়ে/দলবেঁধে রাস্তা পার হবো না। রাস্তা পারাপারে ফুটওভার ব্রীজ এবং জেব্রা ক্রসিং ব্যবহার করবো; তা যত দূরেই হোক না কেন।"
- "যত কষ্টই হোক, ফুটপাত দিয়েই চলাচল করব। যেখানে ফুটপাত নেই, রাস্তার বামপাশ দিয়ে একেবারে সাইড ঘেষে সাবধানে চলাচল করবো।"
অনেকে বলবেন সরকার, রাষ্ট্র এদের কি তাহলে কোন দায়িত্ব নেই? অবশ্যই আছে। কিন্তু আপনার, আমারও কি কোন দায়িত্ব নেই? একটা কথা বলে শেষ করি.... "চোর-ডাকাত ধরার জন্য তো থানা-পুলিশ রয়েছেই; তাহলে কলাপসিবল গেট, লক, দারোয়ান এসব কেন রাখেন? একইভাবে সড়কে বের হলে নিজের নিরাপত্তা সর্বোচ্চ নিশ্চিত করতে নিজেকেই শতভাগ উদ্যোগী হতে হবে। কারন? পোস্টের টাইটেলেই বলে দিয়েছি।"
সবার জীবনে নিশ্চিত হোক শতভাগ নিরাপত্তা।
No comments