চাওয়া অতঃপর পাওয়া
চাওয়া
একটুখানি ছায়া খুঁজি
তোমার আঁচল তলে,
আষ্টেপৃষ্ঠে জড়ানো শত
দুঃখ জ্বালা ভুলে।
তোমার আঁচল তলে,
আষ্টেপৃষ্ঠে জড়ানো শত
দুঃখ জ্বালা ভুলে।
একটুখানি ভালবাসা
এতোটুকুন আদর,
পৌষের হিম শীতে যেমন
উষ্ণতার চাদর।
একটুখানি মায়ার বাঁধন
একটুখানি স্নেহ,
একটুখানি অনেককিছু চায়
ক্লান্ত এই দেহ।
একটুখানি কাছে আসা
একটা নিবিড় চুম্বন,
একটুখানি ছোঁয়ার মাঝে
শত জনমের কম্পন।
=========================================================================
উড়ছে আমার স্বপ্নপুরী,
যেথায় তোমার নিত্য বসত
আর তোমায় ঘিরে স্বপ্নগুলি।
অতঃপর
ঐ যে দূরে উড়ছে ঘুড়িউড়ছে আমার স্বপ্নপুরী,
যেথায় তোমার নিত্য বসত
আর তোমায় ঘিরে স্বপ্নগুলি।
=========================================================================
নয়ন দুটি ভিজলে জলে,
নিথর ঠোঁটের মৃদু কাঁপন
নির্বাক কিছু যায় যে বলে।
পাওয়া
অনেকখানি কষ্ট পেলেনয়ন দুটি ভিজলে জলে,
নিথর ঠোঁটের মৃদু কাঁপন
নির্বাক কিছু যায় যে বলে।
হয়ত বলে, হয়ত না
ভালবাসার যাতনা,
ভালবেসে পুড়ছি আমি
তুমি কেন দেখছ না?
দেখছ তুমি তুচ্ছ করে
হাঁটছি তোমার পথটি ধরে,
তোমার মাঝে কেন্দ্র করে
ঘুরছে জীবন চক্রাকারে।
জটিল এই চক্রটাকে
বুঝবে তুমি? হয়ত না,
বলবে তুমি গল্প হাজার
আমার গল্প শুনবে না।
No comments