অসময়ের অসম্পূর্ণ অগোছালো অকবিতাসব।
১।
আমার একটা পাখি হওয়ার কথা ছিল,
নীল আকাশে মেলে ডানা
ছড়িয়ে অযাচিত সব ভাবনা।
দূর অজানায় হারিয়ে যাওয়ার সাধ ছিল,
শখ ছিল জগতটাকে হৃদয়ভরে দেখে যাওয়ার।
কিন্তু হায়, পাখিটা ডানা মেলার আগেই
পাখাটুকু ভেঙ্গে গেল।
স্বপ্নহারা জীবন নিয়ে
ভাঙ্গা খাচায় জীবনটা বুঝি কেটে গেল।
পাখি হওয়ার সাধটুকু অধরাই রয়ে গেল।
আমার একটা পাখি হওয়ার কথা ছিল।
২।
মত্ত ছিলাম নিজ ভাবনায়
চারদেয়ালের নিজ আঙ্গিনায়,
নিজের মাঝে লিপ্ত ছিলাম
অদ্ভুত এক নির্লিপ্ততায়।
ছিলে তুমি আড়ালে
কেন এসে দাঁড়ালে,
সম্মুখপাণে, সঙ্গোপনে
নির্লিপ্ত নির্বাক আমাকে
ভালবাসায় জড়ালে?
নিবিড় আলিঙ্গনে।
এখন আমি খুঁজে ফিরি
আমার হারানো সেই আমাকে।
আর আমার নির্লিপ্ততা
ফেলে আসা পথের বাঁকে।
ভালবাসার মাঝেও আজ
বড় বেশী শূন্যতা,
সবকিছু থেকেও আজ
নেই সেই বিষণ্ণতা।
বিষণ্ণতায় যার নিত্য বসবাস,
নির্লিপ্ততায় নির্বাক সহবাস,
তার জন্য এই ভালবাসা
বড্ড কস্টকর, শুধুই দীর্ঘশ্বাস।
৩।
তোমার শত ব্যস্ততা
আর অজস্র কাজের মাঝে,
পাইনা আমি কোথাও
আজ আমায় খুঁজে।
হয়ত কোন অচীনপুরে,
হেথা হতে অনেক দূরে,
ডাকছি আমি করুণ সুরে,
নির্বাক কোন অন্ধকারে।
শব্দ যেথায় হারায় সুর,
সেই যে আমার অচীনপুর।
যদি কভু পথ ভূলে
আসা হয় অচীনপুরে
ভূল করে শোন সেই করুণ সুর।
চিনতে চাওয়ার বোকামিটুকু
নাই বা হল সারা দুপুর,
শুধু যেন এ আমার হারানো সু্
আমার কোন বেদনা বিধুর
কষ্টকালের, একলাপুর।
যেথায় নিবাস শুধুই আমার
আর আমার যত একলা প্রহর
নিত্য কাটানো জীবন রথের
হারিয়ে যাওয়া দিবস রজনী
সকাল-সাঝ, রাত্রি দুপুর।
৪।
সুতোয় বাঁধিনি তারে বেধেছিনু পরাণে,
সকলের অগোচরে, একান্ত গোপনে।
মনের চোরাগলি পেড়িয়ে।
লোকচক্ষু এড়িয়ে।
বেসেছিলেম ভাল তারে।
রেখেছিলেম মন মাঝারে,
আজ দিয়ে অসীম শুন্যতারে,
গেল সে চলে কোন সুদূরে।
No comments