ভুলে থাকার ব্যস্ততা
ব্যস্ততা
আমায় দেয়’না অবসর,
তাই বলে ভেব’না আমায়
স্বার্থপর।
এই ব্যস্ততা শুধু
তোমায় ভুলে থাকার জন্য,
বদলে গেছি, হয়ে গাছি অন্য
অচেনা কেউ,
বুকে নিয়ে শত বেদনার ঢেউ।
দিনকাটে
রাতকে সাজানোর ছল
করে, আর রাতে
শত ব্যস্ততা লুকাতে অশ্রুজল।
প্রতিদিন প্রতিক্ষণ
শিখছি এখন
তোমাকে ভুলে থাকা,
চার দেয়ালের মাঝে
ভীষণ একা।
তাইতো এখন
দেই না দেখা
তোমার স্বপ্ন আঙ্গিনা জুড়ে,
এখন আমি ব্যস্ত ভীষণ
বোবা কান্নার নীল সুরে।
কান্নার সুরে
শব্দ বুনে
দিন কাটে, কাটে ক্ষণ,
দুঃখবিলাসে মত্ত আমি
আছি যে বড্ড
ব্যস্ত ভীষণ।
এ ব্যস্ততা দেয় না আমায়
একটু অবসর,
তোমায় ভুলে থাকতে গিয়ে
হলাম না হয় একটু
স্বার্থপর।
========================================================================
অনেকদিন ব্লগে কোন কবিতা পোস্ট করা হয় না, আসলে কবিতাগুলো লুকিয়ে থাকের নিজের মনের খাতায়; নয়ত ডায়েরীর বদ্ধ পাতায়। এই কবিতার প্রথম অংশটুকু বহুকাল আগে লেখা, মনের মাঝে ছিল ঘুমিয়ে। মুলত, এটা লিরিক্সের আদলে লেখা। গান গাইতে জানলে সুর বসিয়ে দিতাম। আজ পুরোটুকু লিখে ফেললাম। পাঠক হিসেবে আপনার মূল্যবান সময় নষ্ট করার জন্য ক্ষমাপ্রার্থী।
No comments