Header Ads

Header ADS

নোংরা ফাল্গুনে পিশাচের আগুনে

 পিশাচের হাতে জ্বলছে আগুন,
দেশ জুড়ে আজ নোংরা ফাল্গুন।
পুড়ছে জীবন, পুড়ছে দেহ,
কখন কোথায় জানে না কেহ।

পিশাচের মনের গোপন কোঠায়,
যে আগুন ছিল নিত্য ঘুমায়।
হঠাৎ করে আজকাল ফের
গোপন কোঠা হতে হল সে বের
জ্বালাতে মানুষ, পোড়াতে প্রাণ,
পোড়া মাংসের নিতে ঘ্রাণ।

তার চোখে জমা বিষাদ আগুনে
দেশ জুড়ে এই নোংরা ফাল্গুনে
পুড়ছি আমি, পুড়ছো তুমি
পুড়ছে প্রিয় জন্মভূমি।

কোন অভিশাপে কে যে জ্বলে
পিশাচদের ঐ রোষানলে,
কেউ জানি না, হয়তো জানি
একটু অথবা অনেকখানি।
কি লাভ তাতে, কিইবা করার
অপেক্ষা শুধু পুড়ে মড়ার।

দেশজুড়ে আজ নোংরা ফাল্গুন
মৃত্যু’র ফুল জড়ায়ে বুকে,
একটু একটু অনেকখানি
মরছি সবাই ধুঁকে ধুঁকে।

মরছে মানুষ, জ্বলছে দেশ
অভাগা এই বাংলাদেশ।
কার স্বার্থে পুড়ছে কে?
কার অপরাধে মরছে কে?
কেউ জানে না! সবাই জানে
অসহায় সবে নিজ উঠানে।

এমন দেশ কি চেয়েছে কেউ
নোংরা ফাল্গুনের ভয়াল ঢেউ
মোরা এমন দেশ চাইনি
যেখানে কান্না আসে রোজ,
এমন গণতন্ত্র চাইনি মোরা
যেথা নেই মানবতার কোন খোঁজ।

No comments

Powered by Blogger.