স্বপ্ন ফানুশ
হাজার স্বপ্ন ছোঁবো বলে
উড়ালাম রঙিন ফানুশ,
ফানুশ হারালো দূর অজানায়
নিঃস্ব আমি এক মানুষ।
তবু মানুষ স্বপ্ন দেখে,
স্বপ্নে সাজায় জীবনটাকে,
আমার স্বপ্ন সব হারালো
কোন অজানার বাঁকে?
হাজার স্বপ্ন ছোঁবো বলে
উড়ালাম রঙিন ফানুশ,
ফানুশ হারালো দূর অজানায়
নিঃস্ব আমি এক মানুষ।
তবু মানুষ স্বপ্ন দেখে,
স্বপ্নে সাজায় জীবনটাকে,
আমার স্বপ্ন সব হারালো
কোন অজানার বাঁকে?
No comments