কেন?
বৃষ্টি কেন ভেজাও ভূতল
আকাশ কেন নয়?
আলোর মাঝে উচ্ছল তুমি
আঁধারেতে কেন ভয়?
সুখ নিয়ে এত মাতামাতি
দুঃখ কেন আপন নয়?
হেরে যেতে কেন এত অনীহা
পেতে চাও সদা জয়।
বৃষ্টি কেন ভেজাও ভূতল
আকাশ কেন নয়?
আলোর মাঝে উচ্ছল তুমি
আঁধারেতে কেন ভয়?
সুখ নিয়ে এত মাতামাতি
দুঃখ কেন আপন নয়?
হেরে যেতে কেন এত অনীহা
পেতে চাও সদা জয়।
No comments