Header Ads

Header ADS

খেলারাম তুই খেলে যা


খেলারাম তুই খেলে যা
যা খুশি তা করে যা,
দেশটাতো তোর বাপের কেনা
তাই তোদের এতো আনাগোনা।
যা খুশি তা করে যা
খেলারাম তুই খেলে যা।।

দিন ফুরালে আসব আমি,
দেখবি তখন সালতামামি।
ধরবো তোদের টুটি চেপে,
হিসাব হবে মেপে মেপে।
ভয়ে তখন পালাস না
খেলারাম তুই খেলে যা।।

খেলারাম তুই বাপের ব্যাটা,
কত বড় তোর বুকের পাটা।
দেশটাকে তোরা গিলতে চাস,
স্বপ্নে্ মানচিত্র গিলে খাস।
এতো বড় তোদের স্পর্ধা!
খেলারাম তুই খেলে যা।।

আসব আমি সময় হলে,
বুকের মাঝে আগুন জ্বেলে।
পুড়বি তোরা ভয়াল গ্রাসে,
হারিয়ে যাবি ঊর্ধ্বাকাশে।
পালাবার পথ পাবিনা,
খেলারাম তুই খেলে যা।।

মহাকালের মহাপ্রলয়ে,
পালিয়ে যাসনে তোরা ভয়ে।
আসব আমি মৃত্যু হয়ে,
স্বাধীনতার সূর্য বয়ে।
তখন....... সময় বেশী পাবি না,
তাই যা খুশি তা করে যা।।

খেলারাম তুই খেলে যা........।।


আজ থেকে বহু বছর আগে, ১৯৯৮ সালের একুশে ফেব্রুয়ারীর রাতে বাসায় ফিরে লেখা কবিতা। যা আজও আমাকে অবাক করে। ঐ বয়সে কিভাবে এমন দ্রোহের কবিতা লিখেছিলাম জানি না। তবে এই কবিতা সব সময়ের, বিদ্রোহের, এটা আমার বিশ্বাস। 

No comments

Powered by Blogger.